আগামী বছর দেশে লোকসভা ভোট। সংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় রাজ্যের ২২ জেলাতে ৬১২ টি কমিউনিটি হল নির্মাণে সাংসদদের সুপারিশ সহ ১৯ কোটি ৫৭ লক্ষ টাকা পড়ে রয়েছে। আর তাই এবার জেলাশাসকদের সংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় কমিউনিটি হলের জন্য জমি চিহ্নিতকরণের কাজ দ্রুত শেষ করে নির্মাণ শুরু করার নির্দেশ দিল নবান্ন। সাংসদ তহবিলের টাকায় কমিউনিটি হল তৈরির কাজে গতি আনুন। নবান্ন সূত্রে খবর৷ জেলাশাসকদের এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।
প্রসঙ্গত, একাধিক জেলায় এখনও পর্যন্ত জমি চিহ্নিতকরণের কাজ হয়নি। জমি চিহ্নিতকরণের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। শুধু তাই নয় কাজ শুরুও দ্রুত করতে হবে। এই মর্মে জেলাশাসকদের ফের নির্দেশ দিলেন মুখ্য সচিব। সম্প্রতি নবান্নের তরফে জেলাগুলিকে কমিউনিটি হল তৈরি নিয়ে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়। দেখা যায় বরাদ্দ অনুমোদন থাকলেও এখনও পর্যন্ত কমিউনিটি হল তৈরির কাজ এগোয়নি। সেই বিষয় নিয়েই এবার আরও অগ্রাধিকারের ভিত্তিতে কাজ শুরু করতে বললেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
