ইতিমধ্যে আদনি ইস্যুতে সক্রিয় হয়েছে সুপ্রিম কোর্ট। হিন্ডেনবার্গের রিপোর্টের সারবত্তা কতটা, খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে পুরো ঘটনায় বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে ২ মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবার একই ইস্যুতে সেবির উপর চাপ বাড়লেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি প্রশ্ন তুললেন, সেবি এখনও কেন আদানি গোষ্ঠীর মরিশাস ভিত্তিক তহবিলগুলির প্রকৃত মালিকানা খুঁজে বার করতে পারল না? উল্লেখ্য, আদানিদের শেয়ারে লগ্নি করা মরিশাসের কিছু সংস্থা ভুয়ো বলে অভিযোগ উঠেছিল। হিন্ডেনবার্গের রিপোর্টেও একই কথা বলা হয়।
বিরোধীরা বারবার অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির ঘনিষ্টতাই এই শিল্প গোষ্ঠীর উল্কা উত্থানের কারণ। এই প্রসঙ্গে রাজনের বক্তব্য, বেসরকারি পারিবারিক সংস্থাগুলির ব্যবসায় উৎসাহ দেওয়া উচিত নিশ্চয়ই। কিন্তু প্রতিযোগিতা যেন সকলের জন্য সমান থাকে। একটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর সঙ্গে সরকারের সম্পর্ক কখনই কাম্য নয়। রাজনের সাফ কথা, এই প্রবণতা দেশের জন্য ভাল নয়। যদিও নিজের বক্তব্যে আদানির নাম করেননি তিনি।