নতুন নজির গড়লেন ফরাসী ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। শনিবার ফরাসি লিগ ওয়ানে ঘরের মাঠে ৪-২ গোলে হারিয়েছে নঁতেকে হারিয়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির হয়ে ২০১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন ফরাসি স্ট্রাইকার। মাত্র ২৪ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে। তিনি আসার পরে ক্লাব চার বার ফরাসি লিগ জিতেছে। এমবাপে নিজে ঘরোয়া লিগে পাঁচ বার মরসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এত দিন পিএসজির হয়ে এমবাপের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন উরুগুয়ের এডিনসন কাভানি। এমবাপে তাঁকে ছাপিয়ে একক ভাবে শীর্ষে চলে এলেন। ‘‘নিঃসন্দেহে এই সম্মান আমার কাছে অত্যন্ত গৌরবের। এই ক্লাবের সঙ্গে আমার গভীর যোগ রয়েছে। ক্লাবকে আরও সাফল্য দিতে চাই’’, ম্যাচের পর জানিয়েছেন তিনি।
