এবার বাংলার ১০ জন তরুণ দাবাড়ুকে সম্বর্ধনায় ভূষিত করছে সারা বাংলা দাবা সংস্থা। সোমবার বিকালে একটি অনুষ্ঠানে তাঁদের সম্বর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘শতরঞ্জ কে হিরোজ’। যে ১০ জন দাবাড়ুকে সম্বর্ধনা দেওয়া হবে তাঁরা হলেন – সাপর্য ঘোষ, স্নেহা হালদার, মৃত্তিকা মল্লিক, সৌহার্দ্য বসাক, উৎসব চট্টোপাধ্যায়, নীলাশ সাহা, মিত্রাভ গুহ, আনন্দ কুমার ঘোষ, অসিত বরণ চৌধুরী ও দেবাশিস বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী তথা বাংলা দলের অধিনায়ক মনোজ তিওয়ারি, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, হকি অলিম্পিয়ান গুরবক্স সিংহ ও তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, দিব্যেন্দু বড়ুয়া, সন্দীপন চন্দ, সপ্তর্ষি রায়, সপ্তর্ষি রায়চৌধুরীর মতো বাংলার গ্র্যান্ড মাস্টাররাও উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে। এপ্রসঙ্গে বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানান, ‘‘গত কয়েক বছরে বাংলার দাবা অনেক এগিয়েছে। একের পর এক গ্র্যান্ড মাস্টার পাচ্ছি আমরা। বাংলার দাবার ভবিষ্যৎ উজ্জ্বল। তরুণ দাবাড়ুদের কীর্তিকে সম্মান জানাতেই এই সম্বর্ধনার আয়োজন।” আগামী দিনে এই উঠতি দাবাড়ুরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ আরও উজ্জ্বল করবে বলেই আশাবাদী দিব্যেন্দু।
