বার্লিনে আন্তর্জাতিক পর্যটন মেলায় এবার পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতে, ‘সংস্কৃতি সেরা গন্তব্য বাংলা। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উজ্জ্বল নির্দশন’।
চলতি মাসেই বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা অনুষ্ঠিত হতে চলেছে বার্লিনে। নাম, আইটিবি বার্লিন। কবে? ৭ মার্চ থেকে ৯ মার্চ। বিশ্বের বিভিন্ন দেশের হোটেল মালিক, ট্যুরিজম বোর্ডের সদস্য, ট্যুর অপারেটর-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যাঁরা সঙ্গে যুক্ত, তাঁরা যোগ দেন এই মেলায়।
রাজ্যপালের টুইট, ‘২০২০-তে ফিরে গেলে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে ঘোষণা করেছিলেন যে, হেরিটেজ টুরিজম হাব হয়ে উঠবে দেশ। বিষয়টি গুরুত্ব দিয়েছিল রাজ্য। নিজেদের ও দেশের জন্য় গৌরব অর্জন করতে চলেছে পশ্চিমবঙ্গ। ৯ মার্চ বার্লিনে সংস্কৃতির সেরা গন্তব্যের পুরস্কার পাবে বাংলা’।
আইটিবি বার্লিনে এ এবারই প্রথম ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য় সরকার। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন পর্যটন দফতরের বিশেষ সচিব নন্দিনী চক্রবর্তী। স্রেফ বিভিন্ন সেমিনারে অংশ নেওয়া নয়ই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এ রাজ্যে পর্যটনের সম্ভাবনার দিকগুলি তুলে ধরবেন প্রতিনিধি দলের সদস্যরা।