এবার রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের আর্থিক পরিচালনার দায়িত্ব যাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে। আর্থিক পরিচালনা সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাব থেকে শুরু করে বিভিন্ন খাদ্যদ্রব্য কেনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীদের। সেই সকল কাজ করবে স্বনির্ভর গোষ্ঠীগুলির অধীনে থাকা রাজ্যের বিভিন্ন ব্লকে তৈরি মহাসঙ্ঘগুলি। খুব শীঘ্রই নবান্নের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে সূত্রের খবর।
নবান্ন সূত্রের খবর, আপাতত পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে এই কাজ। প্রত্যেকটি জেলার চার-পাঁচটি ব্লকে প্রথমে এই প্রকল্প চালানো হবে। পাইলট প্রকল্পে সাফল্য মিললে তারপর গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু করা হবে। শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে মিড ডে মিলের পরিচালনা সংক্রান্ত আয় ব্যয় সংক্রান্ত হিসাব-সহ বিভিন্ন বিষয়ে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীরাই দেখতেন।