গত ১৯ ফেব্রুয়ারি বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের দুর্গাবাটি এলাকার ২১৮ ও ২১৯ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন করা হয়। এবার সেই ঘটনায় অভিযুক্ত শুটারকে গ্রেফতার করল পুলিশ। শনিবার জলপাইগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ভাড়াটে খুনির নাম উজ্জ্বল সরকার। বাড়ি জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকায়। উজ্জ্বলকে এই খুনের সুপারি কে বা কারা দিয়েছিল, তা এখনও অজানা। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছেন তদন্তকারী আধিকারিকরা।