সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীর জয়ের পরেই তৃণমূলকে নিশানা করেছিলেন অধীর চৌধুরী। এবার তারই পালটা দিয়ে তাঁর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
ফেসবুক পোস্টে অপরূপা লিখেছেন, ‘অধীর রঞ্জন চৌধুরীকে সেই দিনটির কথা মনে করতে হবে যেদিন সংসদ ভবনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শ্রীমতি সোনিয়া গান্ধিকে আক্রমণ করেছিলেন, সেই সময় কংগ্রেসের কোনও সদস্য ছিল না, কেবল আমি এবং সাংসদ মহুয়া মৈত্র সামনে চিনের প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলাম। সোনিয়াজি গিয়েছিলেন এবং আমাদের ধন্যবাদও দিয়েছিলেন।’
এখানেই না থেমে অপরূপা বলেন, ‘অধীর রঞ্জন চৌধুরী আপনি জানেন আপনি যে শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ষড়যন্ত্র চেষ্টা করছেন যিনি প্রতিটি (ঘরে ঘরে দিদি) আপনি আপনার কিছু নিজের শিষ্য চামুনডাকে সামনে রেখে মিথ্যে ব্যক্তিগত অভিযোগ দিদির বিরুদ্ধে যা চেষ্টা করছেন কিছু প্রেস মিডিয়াকে নিয়ে তার মানহানি করার রাজনীতি করছেন। মনে রাখবেন আপনি যে রাজনীতি করছেন, আমি আপনার চামড়া খুলে ছড়িয়ে ঢোল তৈরি করে আপনার গুরু মোদীজির সামনে ঢোল বাজাবো।’