বিশ্বভারতীর উপাচার্য নিযুক্ত হওয়ার পর থেকেই একাধিক বার বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এবার ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। এবারেও হচ্ছে না বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। যা নিয়ে নানা মহলে রয়েছে তীব্র ক্ষোভ। বুধবার এ নিয়ে মুখ খুলেই বিদ্যুৎ চক্রবর্তী বলে বসেন, প্রথার কথা যারা বলছেন, তারা বসন্ত উৎসবের নামে বসন্ত তাণ্ডব চান।
উপাচার্যের দাবি, তিনি তাণ্ডবের পক্ষপাতী নন, সেই কারণে বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে। দুর্গাপুজো নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন উপাচার্য। তিনি বলেন, ব্রিটিশদের পদলেহন করার জন্য দুর্গাপুজোর প্রচলন করা হয়েছিল। ব্রিটিশদের পান করার জন্য দুর্গামঞ্চে নানারকম পানীয় রাখা হত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়ে উপাচার্যের এহেন মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিদ্যুতের আরও দাবি, ২০১৯ সালে বসন্ত উৎসব বসন্ত তাণ্ডবে পরিণত হয়েছিল। বসন্ত উৎসব এবং বসন্ত বন্দনা কোনওটাই প্রথা ছিল না। গুরুদেব উৎসব করেননি। তারা তাণ্ডব বন্ধ করার চেষ্টা করেছেন। আশ্রমিকদের নাম না করে তিনি বলেন, বিশ্বভারতী নাকি অশিক্ষিত-অল্পশিক্ষিত লোকে ভরে গিয়েছে।
