ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে ছাত্রদের জন্য নয়া শৃঙ্খলা বিধি জারি করল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই গাইডলাইনকে সাধুবাদ জানালেও বাম ছাত্র সংগঠনগুলি বলেছে, এ আসলে ছাত্র আন্দোলন দমিয়ে দেওয়ার কৌশল।
কী আছে গাইডলাইনে? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ছুতোনাতায় ক্যাম্পাসে ধর্না করলেই ব্যবস্থা নেওয়া হবে। ধর্নায় যোগ দিলে ছাত্রদের মাথা পিছু ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
তাছাড়া বলা হয়েছ, যদি ছাত্ররা ক্যাম্পাসে মারামারি বা হিংসার ঘটনায় জড়ান, তাহলে সিসি ক্যামেরা ফুটেজ দেখে সরাসরি বরখাস্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথবা দিতে হবে ৩০ হাজার টাকা জরিমানা।
দিল্লির এই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরেই সংঘাতের কেন্দ্রে। মারামারি, রক্তারক্তি সবই ঘটেছে। সম্প্রতি বিবিসি নির্মিত তথ্যচিত্র দেখানো নিয়েও লাল-গেরুয়া সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ক্যাম্পাস।
এই নির্দেশিকাকে ফ্যাসিস্ট বলে তোপ দেগেছে এসএফআই, আইসা। তাদের বক্তব্য, জরুরি অবস্থার বিরুদ্ধে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন মাইলফলক হয়ে রয়েছে। তখনও দমানো যায়নি। এখনও যাবে না।