কয়েকদিন আগেই বিবিসির দফতরে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। আবারও ফিরে এল সেই স্মৃতি। বিবিসির পর এবার কেন্দ্রের নজরে আরেক স্বায়ত্তশাসিত সংস্থা। এবার সেন্টার ফর পলিসি রিসার্চের বিদেশি অনুদানের লাইসেন্স বাতিল করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গবেষণামূলক এই সংস্থার দিল্লী শাখার প্রধান যামিনী আইয়ার। কংগ্রেস নেতা মণি শংকর আইয়ারের কন্যা তিনি। স্বাধীনভাবে কাজ করা গবেষণা সংস্থার অনুদানের লাইসেন্স কেন বাতিল হল, তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।
স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, বিদেশি অনুদান সংক্রান্ত নিয়ম মানেনি সিপিআর। গত বছর সেপ্টেম্বর মাসেই সংস্থার একাধিক দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর। সেই সময় হিসাব বহির্ভূত অনুদানের সন্ধান পাওয়া যায়। অক্সফ্যামের দিল্লী দফতরেও হানা দেয় আয়কর দফতর। এদিকে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ বলেন, ‘২০১৪ সালের আগে কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ট ছিল, এমন এক গবেষণা সংস্থাকে বন্ধ করতে চাইছে কেন্দ্র। স্বাধীনভাবে চিন্তা করার মাশুল দিচ্ছে তারা। আসলে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা একদম পছন্দ করেন না প্রধানমন্ত্রী।’
