এবার মাঝরাতে পরস্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত
বিজেপি কর্মীকে ঘর থেকে বের করে গণধোলাই দিলেন প্রতিবেশীরা। জানা গিয়েছে, মাঝ রাতে প্রেমের টানে প্রেমিকার বাড়িতে হাজির হতেন তিনি। অবশেষে বুধবার মাঝরাতে হাতেনাতে ধরা পড়তেই পরকীয়ায় লিপ্ত যুগলকে ঘর থেকে টেনে বের করে এনে বেধড়ক পেটালেন প্রতিবেশীরা। যুগলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের চিলাখালির মুসলিম পাড়ায়। সেখানকার এক বিজেপি নেতার ভাই পাড়ারই এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ। দুজনই বিবাহিত। দুজনেই স্বামী ও স্ত্রীকে ফাঁকি দিয়ে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। দুজনের সম্পর্ক নিয়ে পাড়ায় জোর চর্চাও ছিল। স্থানীয় সূত্রে খবর, ওই প্রেমী যুগলকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা। বুধবার রাতে সেই সুযোগ মেলে।
স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ ওই মহিলার স্বামী কাজে বেরিয়ে যান। সেই সুযোগে মহিলার ঘরে ঢোকেন ওই যুবক। উল্লেখ্য, অভিযুক্ত যুবকও বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। এরপরই পাড়ার বাসিন্দারা বাড়ি থেকে দুজনকে টেনে বের করে আনেন। ল্যাম্পপোস্টে দুজনকে বেঁধে চলে গণপ্রহার। পরে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করে।