শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই মেঘালয়ে বিধানসভা নির্বাচনের গণনা। এহেন পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ত্রিশঙ্কু ফল হতে চলেছে মেঘালয় বিধানসভায়। তৃণমূলকে আটকাতেই কি বিজেপির সঙ্গে জোটের পথে হাঁটছে সাংমার এনপিপি? উঠছে প্রশ্ন। বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই কনরাড জানিয়েছিলেন, “যদি কোনও দল মেঘালয়ের দাবিকে জাতীয় স্তরে পৌঁছে দিতে পারে, তাহলে আমাদের সঙ্গে জোটের পথ খোলা রইল। রাজ্যের স্বার্থে যেটা সবচেয়ে ভাল, আমরা সেই পথেই হাঁটব।” তারপরেই জল্পনা শুরু হয়, তবে কি ফের বিজেপির সঙ্গেই জোট বাঁধতে চলেছেন সাংমা? প্রথমবার মেঘালয়ে লড়তে নেমেই ১১ থেকে ১৩টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। সরকারে গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।
সূত্র মারফত জানা গিয়েছে, আজ গুয়াহাটির একটি হোটেলে খুব তাড়াহুড়োর মধ্যেই আলোচনা সারেন দুই নেতা। মঙ্গলবার রাতেই আবার মেঘালয়ে ফিরে আসেন সাংমা। তবে এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই দাবি দুই নেতার ঘনিষ্ঠদের। বৃহস্পতিবার একসঙ্গে তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে। ত্রিপুরা ৪০ টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি, এমনটাই বলছে এক্সিট পোল। নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যেও অধিকাংশেই জয়ী হতে পারে এনডিএ জোট। তবে ৬০ আসনের মেঘালয়ে ত্রিশঙ্কু ফল হবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।