আজ ইনদোরে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম দিনেই ধরাশায়ী রোহিতরা। অজি স্পিনারদের সামনে ১০৯ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তৃতীয় ওভার থেকে বল ঘুরেছে পিচে। যার সদ্ব্যবহার করেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। স্বাভাবিকভাবেই পিচ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তার জন্য কোচ রাহুল দ্রাবিড়ের দিকেও উঠেছে আঙুল। ২৬শে ফেব্রুয়ারি ইনদোরে পৌঁছে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সোজা চলে যান মাঠে। তার পর থেকে পিচের নজরদারি করেছেন তিনি। হোলকার স্টেডিয়ামের এক আধিকারিক জানিয়েছেন, দ্রাবিড়কে তিনটি পিচ দেখানো হয়েছিল। তিনি নিজের পছন্দের পিচ বেছে নিয়েছেন।
পাশাপাশি, দ্রাবিড় দাঁড়িয়ে থেকে পিচে রোলার চালিয়েছেন বলেই জানিয়েছেন ওই আধিকারিক। তাঁর কথায়, ‘‘দ্রাবিড় পিচে জল দিতে নিষেধ করেছিলেন। শুধু রোলার চালাতে বলেছিলেন। দ্রাবিড়ের কথা মতো সব করা হয়েছিল। ঘাস ছেঁটে ফেলা হয়েছিল।’’ ওই আধিকারিক বলেছেন, ‘‘মাঠে তিনটি পিচ দেখানো হয়েছিল দ্রাবিড়কে। একটি পিচ পুরো পাটা। ব্যাটারদের স্বর্গ ছিল সেই পিচ। তার পাশের পিচ ছিল অনেকটা নাগপুরের মতো। পিচের কোনও কোনও জায়গা শুকনো ছিল। তৃতীয় পিচটা ছিল পুরো শুকনো। দ্রাবিড় সেই পিচ বেছে নিয়েছিলেন।’’ রোলার চালানোর পরে ঢেকে রাখা হয়েছিল হোলকার স্টেডিয়ামের সেই পিচ। তার ফলে পিচ আরও শুকিয়ে গিয়েছে। ম্যাচের দিন সকালে যখন পিচের ঢাকা খোলা হয় তখন দেখা যায় তার রং বদলে গিয়েছে। র্যাঙ্ক টার্নারে পরিণত হয়েছে পিচ। তার ফলে তৃতীয় ওভার থেকেই পিচ ভাঙতে শুরু করেছে। যার ফরে বিপাকে পড়েছেন ব্যাটাররা।