ফের বড়সড় বিতর্কে জড়াল কেন্দ্রের শাসকদল বিজেপি। এবার তেরঙ্গাকে অবমাননা করার অভিযোগ উঠল পদ্মশিবিরের বিরুদ্ধে। উত্তরাখণ্ডের গেরুয়া-নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, ফুলে সাজানো জাতীয় পতাকার উপরে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। অভিযোগ তুলেছে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। তারা জানিয়েছে, গত ২৪শে ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিজেপির সদর দফতরে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ উপলক্ষে একটি কর্মসূচী ছিল। সেখানেই ঘটে এমন ঘটনা।
দেখা যায়, মাটিতে সাজানো তেরঙ্গার উপরে দাঁড়িয়ে রয়েছেন জনৈক বিজেপি নেতা-নেত্রীরা।
উত্তরাখণ্ডের কংগ্রেসের রাজ্য সভাপতি করণ মাহারার কথায়, ”বিজেপি নেতারা ক্ষমতায় এমনই মত্ত যে এখন আর তেরঙ্গার অপমান করতেও বাঁধছে না। যে তেরঙ্গা দেশের গৌরব।” পরে বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট, রাজ্যসভার সাংসদ কল্পনা সাইনি ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুষ্মন্ত কুমারকে একহাত নিয়ে তিনি জানান, ”এই কাণ্ডের জন্য দেশ ও রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। একদিকে একটি ছবিতে গেরুয়া পোশাক পরে দেশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির নেতারা তেরঙ্গার উপরে দাঁড়িয়ে জাতীয় পতাকার অবমাননা করছেন।” যাঁরা ওই কাজ করেছেন, তাঁরা সকলেই রাজ্যসভার সাংসদ কিংবা দলের বর্ষীয়ান সদস্য, এমনই দাবি করেছেন করণ মাহারা।