সদ্যই শেষ হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ষষ্ঠ বারের মতো খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারতে হয়েছিল সেই ম্যাচ। রবিবার চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই সেরা একাদশ বেছে নিল আইসিসি। সেই দলে ভারত থেকে একজনই ঠাঁই পেয়েছেন। তিনি বঙ্গতনয়া রিচা ঘোষ।গোটা প্রতিযোগিতাতেই নজর কেড়েছেন তিনি।
উল্লেখ্য, শিলিগুড়ির মেয়ে রিচা বিশ্বকাপে ১৩৬ রান করেছেন ১৩০.৭৬ স্ট্রাইক রেটে। পাকিস্তানের বিরুদ্ধে ৩১, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অপরাজিত ৪৪ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪৭ করেন। পাশাপাশি পাঁচটি ক্যাচ এবং দু’টি স্টাম্পডও রয়েছে। বিজয়ী অস্ট্রেলিয়ার চার সদস্য আইসিসি-র দলে জায়গা পেয়েছেন। তাঁরা হলেন, অ্যালিসা হিলি, অ্যাশলে গার্ডনার, ডার্সি ব্রাউন এবং মেগান শুট। এছাড়া সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস, লরা উলভার্ট এবং শবনিম ইসমাইল, ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং ন্যাট শিভার-ব্রান্ট, ওয়েস্ট ইন্ডিজের করিশ্মা রামহারাক।
