অবশেষে মিলল সুবিচার। বাড়িতে বসেই ১২ লক্ষ টাকা ফেরত পেলেন নন্দদুলাল বাগ। নেপথ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁর নির্দেশেই শুক্রবার রাত ১১টা নাগাদ নন্দদুলালবাবুর বাড়িতে ৩ ব্যক্তি গিয়ে ১২ লক্ষ টাকা ফেরত দিয়ে আসা হয়। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের মধ্যে থাকা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে নন্দদুলালবাবুর বাড়ি। তিনি টানা ১২বছর মাধবপুরে তৃণমূলের বুথ কমিটির সভাপতি। পাশাপাশি দলের ব্লক কমিটিরও সদস্য ছিলেন। তিনি তাঁর পুত্রবধূ অনিতা বাগের প্রাথমিক শিক্ষিকা পদের চাকরির জন্য ১২ লক্ষ টাকা দিয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদুলাল মাইতিকে। কিন্তু অনিতার চাকরি হয়নি কেননা অনিতা টেট পাশ করতে পারেননি। আবার চাকরি না হওয়ার পরেও নন্দদুলালবাবু তাঁর দেওয়া টাকা ফেরত পাননি। সেই টাকা বার বার চেয়েও ফেরত না পাওয়ায় তিনি বিষয়টি সংবাদমাধ্যমের সামনে আনেন। সেই সঙ্গে বিষয়টি ইডি-কে জানিয়ে চিঠি দেন। বিষয়টি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তারপরেই ১২ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে খুবই খুশি নন্দদুলালবাবু। তাঁর মূলত অভিযোগ ছিল এলাকার ৩ বারের তৃণমূল বিধায়ক সুকুমার দে এবং কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদুলাল মাইতির বিরুদ্ধে। কেননা, টাকা দিয়ে চাকরি কেনার প্রস্তাব তিনি প্রথমে দিয়েছিলেন সুকুমারবাবুকেই। পরে সেই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন রাজদুলাল। এই রাজদুলালের হাতেই পরে ১২ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন নন্দদুলাল।
এদিন তিনি জানিয়েছেন, “শুক্রবার রাতে বিধায়ক, পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি আমার বাড়িতে এসেছিলেন। তাঁরা ১২লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন। এখন আর আমার কোনও অভিযোগ নেই। আমি টাকা ফেরতের জন্য লড়াই করেছিলাম। অবশেষে টাকা ফেরত পেয়েছি। ভাইপোর কাছ থেকে ১০লক্ষ এবং বেয়াইয়ের কাছ থেকে আরও ২ লক্ষ টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা কিছুতেই শোধ করতে পারছিলাম না। ১২লক্ষ টাকা ফেরত পাওয়ায় আমি ধার করা টাকা শোধ করব।” এই ঘটনায় বিধায়ক সুকুমার দে-ও মুখ খুলেছেন। “চাকরি দেওয়ার নামে টাকাপয়সা নেওয়ার ব্যাপারে আমার কোনও যোগ নেই। আমাদের দলের কয়েকজন নন্দদুলাল বাগকে প্ররোচিত করে অভিযোগ করিয়েছিল। আমার নাম পরিকল্পনা করে জড়ানো হয়েছিল। দলে কিছু বদমাশ লোকজন আছে। এসব তাদেরই কাজ। নন্দদুলালবাবু আমাদের কার্যালয়ে এসে এধরনের অভিযোগ করার জন্য আমার কাছে দুঃখপ্রকাশও করেছেন”, জানিয়েছেন তিনি।