বছর ঘুরলেই দেশের রাজনীতি তোলপাড় করে আসতে চলেছে ২০২৪ লোকসভা ভোট। তার আগে দেশে পর পর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এদিকে, সদ্য কংগ্রেসের ‘ভারত ডোড়ো যাত্রা’ শেষ করে আদানি ইস্যুতে কার্যত অস্ত্রে শান দিয়ে বিজেপিকে আক্রমণ করে চলেছে কংগ্রেস।
এমন এক সময়ে রায়পুরে দলের তরফে আয়োজিত বৈঠকে দলের প্রাক্তন সভাপতি তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেন, ‘আমার ইনিংস শেষ হতে পারে’ ভারত জোড়ো যাত্রার সঙ্গে। যা দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বলে মনে করা হচ্ছে।
ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের তরফে আয়োজিত প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে সনিয়া গান্ধী বলেন,’ এটা কংগ্রেস ও গোটা দেশের জন্য খুবই চ্যালেঞ্জিং সময়। বিজেপি আর আরএসএস দেশের প্রতিটি প্রতিষ্ঠান দখল করেছে আর বিকৃত করেছে সেগুলিকে। কয়েকজন ব্যবসায়ীর প্রতি পক্ষপাতিত্ব করে দেশের অর্থনীতিকে ধ্বসিয়ে দিয়েছে।’ কংগ্রেসের ৮৫ তম প্লেনারি সেশনে এই বার্তা দিয়েছেন সোনিয়া গান্ধী।
ইউপিএ চেয়ারপার্সন বলেন, ভারত জোড়ো যাত্রার সঙ্গে সঙ্গে ‘ আমার ইনিংস শেষ হতে পারে।’ ইউপিএ প্রধান সনিয়া গান্ধী বলেন, ‘ড. মনমোহন সিংয়ের যোগ্য নেতৃত্বে আমাদের ২০০৪ ও ২০০৯ সালে জয় আমাকে ব্যক্তিগত স্বস্তি দিয়েছিল। যা আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করে তা হল আমার ইনিংসটি ভারত জোড়ো যাত্রার সাথে শেষ হতে পারে, একটি টার্নিং পয়েন্ট হতে পারে কংগ্রেসের।’ উল্লেখ্য, ছত্তিশগড়ে কংগ্রেসের এই সভা ঘিরে স্বভাবতই নজর ছিল জাতীয় রাজনীতির।