এ যেন মগের মুলুক! দীর্ঘ ১২ থেকে ১৪ মাস বেতন পাচ্ছেন না বিএসএনএল-এর বাংলা সার্কেলের ঠিকাদার অধিনস্ত কর্মীরা। তাদের জেসিএল পদ্ধতিতে টেন্ডার হতো, কিন্তু বর্তমানে বিএসএনএল কর্তৃপক্ষ শ্রমিক স্বার্থবিরোধী এসএলএ আনতে চাইছে যার ফলে প্রচুর শ্রমিক ছাঁটাই হবে। শুধু তাই নয়। অবসরের বয়স ৫৫ করে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ শ্রম আইন বিরোধী। যারা অবসরপ্রাপ্ত তাদের গ্রাচুয়িটি দেওয়া হচ্ছে না। বর্তমানে যারা কর্মরত তাদের পিএফ, ইএসআইয়ের কোনো হিসাব নেই। তার ওপর শুধু বাংলাতেই এসএলএ চাপিয়ে দেওয়া হচ্ছে।
এর প্রতিবাদে ১৬ দিন ধরে রাজ্য তৃণমূলের শ্রমিক সংঘটনের নেতৃত্বে অবস্থান চলছে। ইতিমধ্যেই উত্তর কোলকাতা জেলা আইএনটিটিইউসি সভাপতি স্বপন সমাদ্দার দুবার সিজিএম ও একবার জিএম-এর সাথে দেখা করে ডেপুটেশন দিয়েছেন। গতকাল এর প্রতিবাদে এক সভারও আয়োজন করা হয়েছিল। আন্দোলনকারীদের দাবি, বিএসএনএলের কোনও ঠিকা শ্রমিককে ছাঁটাই করতে দেওয়া হবে না। তারজন্য প্রয়োজন হলে পরবর্তিকালে এই লড়াই আরও তীব্র হবে।