আর বেশি দেরি নেই। তুঙ্গে রাজনীতির পারদ। সামনেই পঞ্চায়েত নির্বাচন বাংলাজুড়ে। তার আগে সমস্ত দফতরের কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭শে ফেব্রুয়ারি, সোমবার দুপুরের ওই বৈঠকে সমস্ত দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে একাধিক বিষয়ে নানা অভিযোগ জমা পড়েছে। বৈঠকে প্রতিটি অভিযোগ সংক্রান্ত স্ট্যাটাস জানাতে হবে আধিকারিকদের। এছাড়া কোন প্রকল্পের কাজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও নেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক দিক থেকে ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মার্চেই অর্থবর্ষের শেষ। তার আগে সমস্ত প্রকল্পের বরাদ্দ ঠিকমতো খরচ করতে না পারলে পরবর্তী ক্ষেত্রে রাজ্য আর্থিক সমস্যায় পড়তে পারে। তাই তার আগে সে বিষয়ে খুঁটিনাটি খোঁজখবর আধিকারিকদের কাছ থেকে নিতে পারেন মমতা।
পাশাপাশি, বৈঠকের কারণ হিসাবে অসমর্থিত সূত্রে অন্য একটি তথ্যও পাওয়া গিয়েছে। কেউ কেউ মনে করছেন, ‘দিদির দূত’রা রাজ্যের প্রত্যন্ত এলাকাতে ইতিমধ্যেই ঘুরে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে নানা অভাব অভিযোগের কথা শুনে এসেছেন তাঁরা। বৈঠকে সেই সমস্ত অভাব অভিযোগ নিয়েও আলোচনা হতে পারে। যদিও বলে রাখা ভাল ‘দিদির দূত’ কর্মসূচী কোনও সরকারি প্রকল্প না। এটি তৃণমূলের দলভিত্তিক কর্মসূচী। প্রশাসনিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক কাজকর্মের গতি আরও বাড়াতেই খোদ মুখ্যমন্ত্রী দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন। ইতিমধ্যেই প্রতিটি দফতরে বৈঠকের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২৭শে ফেব্রুয়ারির বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।