জনসংযোগে কোন কসুর করতে নারাজ। আর তাই চাকদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা চাকদা পৌরসভার সিআইসি মেম্বার মৌমিতা ভট্টাচার্য সপ্তাহের পাঁচ দিন ‘রাস্তায় কাউন্সিলর’ নাম দিয়ে নিজের ওয়ার্ডে নিয়ম করে রাস্তার মোড়ে মোড়ে বসছেন। কখনও আবার ফাঁকা মাঠের এক কোণে গাছের ছায়ায় টেবিল চেয়ার পেতে ওয়ার্ডবাসীর অভাব-অভিযোগ শুনছেন। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ফর্ম ফিলাপ সহ নানান সুযোগ-সুবিধা ওয়ার্ডবাসীরা কিভাবে পাবেন, তা নিয়ে ‘রাস্তায় কাউন্সিলর’ কর্মসূচি নাম দেওয়া ফ্লেক্স টাঙিয়ে চলছে পরিষেবা প্রদান।
কাউন্সিলরের দাবি, ‘পৌরসভা নির্বাচনের আগে ওয়ার্ড বাসিদের কাছে কথা দিয়েছিলাম তাদের পাশে সব সময় থাকবো। সেই মতো নির্বাচনে জয়লাভ করার পর থেকে প্রত্যেক দিনই ওয়ার্ডবাসীর অভাব অভিযোগ নিয়ে সবসময় তাদের পাশেই থাকি। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচি যদি পঞ্চায়েতের কোনও কর্মী বা নেতৃত্বদের অনুপ্রেরণা যোগায়, সেটা দলীয় কর্মী হিসেবে চরম প্রাপ্তি হবে’। রাস্তায় কাউন্সিলর কর্মসূচিতে স্বাভাবিকভাবেই খুশি ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরা কাউন্সিলরের কাছে পৌর পরিষেবার সুবিধা নিতে রাস্তায় কাউন্সিলর কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, ‘কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যকে সবসময়ই আমরা কাছে পাই। তারপরেও তিনি এইভাবে কখনও রাস্তার পাশে, কখনও ক্লাবের মাঠে এইভাবে পরিষেবা দেন। এতে আমাদের অনেক সুবিধা হয়’।
