ফের বাংলায় কর্মসংস্থানের সুযোগ চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্যের জেলা সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেই বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে জেলা সমাজ কল্যাণ বিভাগে। বেঞ্জ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এবং কাউন্সিলর পদে নিয়োগ করা হবে। শূন্য পদ থেকে শুরু করে বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং কীভাবে আবেদন করতে হবে, জেনে নেওয়া যাক সেই সংক্রান্ত বিষয়ে।
১) উল্লেখিত পদগুলির জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
২) প্রত্যেকটি পদের জন্যই কর্মীদেরকে প্রতিমাসে ১৩ হাজার ৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
৩) বেঞ্চ ক্লার্ক পদের জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। তার পাশাপাশি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। দক্ষতা থাকতে হবে টাইপিং করার।
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য আবেদনকারীকে মাধ্যমিক উত্তীর্ণ হতেই হবে। কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকা চাই।
কাউন্সিলর পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি নিয়ে গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে । এছাড়াও দু বছরের কর্ম অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে।
৪) বেঞ্চ ক্লার্কের জন্য একজন, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদে একজন এবং কাউন্সিলর পদেও একজন কর্মী নিয়োগ করা হবে।
৫) প্রত্যেকটি পদে নিয়োগের জন্যই আবেদনকারীদের লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ দিতে হবে। তার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।
৬) সর্বপ্রথম আবেদনকারীকে www.paschimbardhaman.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির চতুর্থ পাতাটি প্রিন্ট করতে হবে। সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করে দরকারি নথিপত্র সেই আবেদন পত্রের সঙ্গে জুড়ে তাকে স্ক্যান করতে হবে। সমস্ত তথ্য স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে এবং পাঠিয়ে দিতে হবে [email protected] এই ই-মেলে। ২রা মার্চ, ২০২৩ পর্যন্ত উল্লিখিত শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা।