কিছুদিন আগেই রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, শহরের অনেক রাস্তাতেই ট্রাম চালানো সম্ভব হচ্ছে না। এবার বিধানসভাতেও সেই প্রসঙ্গ তুলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর্জি জানালেন, ট্রাম যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায়। মঙ্গলবার কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার অধিবেশনে নিজেই ট্রামের প্রসঙ্গ তোলেন অধ্যক্ষ। বলেন, ‘কলকাতার কিছু কিছু রুটে যদি ট্রাম চালানো যায় দেখবেন। আমি সংবাদপত্রে দেখলাম ট্রাম বন্ধ করা দেওয়া হচ্ছে। দেখবেন ট্রাম যেন বন্ধ না হয়। এটা আমাদের রাজ্যের তথা কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত।’
স্পিকারকে আশ্বস্ত করে, মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘যে রুট গুলিতে ট্রাম চলছে, সেগুলি বন্ধ হচ্ছে না। আর ট্রাম বন্ধ করার কোনও অভিপ্রায়ও সরকারের নেই। কোনও সরকারি বিজ্ঞপ্তিও নেই এ বিষয়ে।’ যে সব লাইনে সমস্যা আছে সেগুলি মেরামত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।