আগামী সোমবার মেঘালয়ে বিধানসভা ভোট। তার আগে আজ মেগা প্রচার মেঘালয়ে। মেঘালয়ের তুরার অন্তর্ভুক্ত রাজাবালা এলাকায় আজ জনসভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই লাগাতার প্রচার সেরে গিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। মেঘালয়ের নির্বাচন জিততে কসুর করছে না তৃণমূল কংগ্রেস শিবির। এই অবস্থায় মেঘালয়ের শেষ মুহূর্তের প্রচার থেকে ঝড় তুলতে চায় জোড়া ফুল শিবির।
ইতিমধ্যেই মেঘালয়ে ভিশন ডকুমেন্টস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, “এটা একটা বই নয়। যেখানে ১০ টি পয়েন্ট শুধু লিখে রাখা আছে। এটা আমাদের অঙ্গীকার। আর আমরা এটা করেই দেখাবো। আমাদের মিশন মেঘালয়ে রাজ্যের মানুষের জন্যই কাজ করার কথা উল্লেখ আছে। সাধারণ মানুষের কথা শুনেই কাজ করা হবে। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী হবে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজেপি, এনপিপি-র মতো দলগুলিকে আক্রমণ করে অভিষেক আরও বলেছিলেন, ‘বিরোধীরা বলছে, আমরা নাকি বহিরাগত দল। আমরা নাকি মেঘালয় সম্পর্কে কিছু জানিনা। আমরা চ্যালেঞ্জ করে বলছি, যারা আমাদের চ্যালেঞ্জ করছেন, তারা মেঘালয় নিয়ে কোনও ভিশন প্রকাশ করতে পারেনি। আমি কোন রাজনৈতিক দলের নাম নিচ্ছি না। রাজ্যের জন্য কে, কী, করেছেন রাজ্যের জন্য তা মানুষ দেখতে পাচ্ছে।আমরা একমাত্র দল যারা শুধু কথা বলে থেমে থাকি না। আমরা কাজটাও করি। আমার কথা একটাই যা এখানে বলেছি, তাতে সরকারে আসলে আমরা ১০০ দিনে এই কাজ করে দেখাবো।অনেকের প্রশ্ন হচ্ছে, আমরা যে কাজ করব বলছি, আর্থিক সাহায্য করছি, তাতে আমাদের কাছে এত অর্থ আসবে কোথা থেকে? এই রাজ্যেই অর্থ আছে। যার অধিকার আছে এই রাজ্যের মানুষেরই। আমরা সেটি পাইয়ে দিতে সচেষ্ট।এখানে গত ৫ বছর ধরে একটা অপদার্থ সরকার চলছে।’