মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে জনসভা সামলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, আদালতের একাংশকে রাজনৈতিকভাবে খসড়া তৈরি করে বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও। উত্তরবঙ্গের সভা থেকে মমতা অভিযোগ করেছেন, রাজ্যে নিয়োগ বন্ধ করতে মরিয়া বিরোধীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, “উত্তরাখণ্ডে কত কেলেঙ্কারি হয়েছে? মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে? ব্যাপম ভুলে গেছেন? যত রাগ বাংলার উপর। মানুষের টাকা কেড়ে নিয়েও লজ্জা নেই। আজ বলছে, না না ওকে চাকরি দেওয়া যাবে না।” মমতার অভিযোগ, “একে তো নিজেরা চাকরি দেবে না। কেউ চাকরি পেলেই সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছে। যেভাবেই হোক চাকরি আটকাতে হবে। নাহলে ওরা তৃণমূলের সমর্থক হয়ে যাবে।”
পাশাপাশি মমতার বক্তব্য, “সব কোর্টকে খারাপ বলব না। কিন্তু আমাদের সবার মধ্যেই কেউ এ, কেউ বি, কেউ সি, কেউ ডি থাকে। রাজনৈতিক খসড়া করে বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও। কেন ভাই? তোমাদের গায়ের এত জ্বালা কেন? আমি যদি ছেলেমেয়েদের চাকরি দিই, তোমাদের কীসের বিদ্বেষ?” এরপরই মমতার চ্যালেঞ্জ, “তোমাদের নির্দেশ আমি মানছি না। মানব না। আইন মেনে আইনের পথেই যেখানে যেখানে চাকরির প্রয়োজন আছে, আমরা দেব। এবং দিচ্ছি।” বস্তুত, রাজ্যে নিয়োগের ক্ষেত্রে আদালত বিরোধীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ একেবারেই নতুন নয়। এর আগে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-সহ মমতাও এর বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন একাধিকবার।