ফের কর্মসংস্থানের সুযোগ বাংলায়। এবার কর্মী নিয়োগ করা হবে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরে। লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে রাজ্যেরই জেলাশাসকের দফতরে। ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলার যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে ডিএম অফিসে আমিন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কীভাবে আবেদন করতে হবে, তা জেনে নেওয়া যাক।
১) আগে থেকে আবেদনের দরকার নেই। ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে হবে নির্দিষ্ট গন্তব্যে। google search box-এ গিয়ে https://darjeeling.gov.in লিখে সার্চ করতে হবে। ওয়েবসাইটে ঢুকে এরপর নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ডাউনলোড করে নেওয়া আবেদনপত্রটির প্রিন্ট আউট নিয়ে সেটি পূরণ করতে হবে।
২) ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে বয়সের প্রমাণের সাপেক্ষে নথি। এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে নিতে হবে। সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে রাখতে হবে। এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় শাংসাপত্রের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে নিতে হবে। এরপর পূরণ করা ফর্মটিও সঙ্গে রাখতে হবে। অবসর নেওয়ার সার্টিফিকেটের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে থাকতে হবে। একইসঙ্গে পিএফও নম্বর লেখা থাকা প্রমাণপত্রের অরিজিনাল ও জেরক্স কপি থাকতে হবে। এরই সঙ্গে নিতে হবে দুটি পাসপোর্ট সাইজ ছবি।
৩) পাশাপাশি, আমিন পদে চাকরি জন্য আবেদনকারীদের আমিন/সার্ভেয়ারের কাজ জানা জরুরি। এই পদে চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের নীচে। এক্ষেত্রে ২০২৩-এর ১লা জানুয়ারি থেকে বয়সের হিসেব করে নিন। এই পদে চাকরির জন্য প্রতি মাসে বেতন হিসেবে মিলবে ১০,০০০ হাজার টাকা।
৪) আপাতত দার্জিলিং ডিএম অফিসে আমিন পদে কর্মী নিয়োগ হবে। ইন্টারভিউ হবে ২২শে ফেব্রুয়ারি, ২০২৩-এ। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা বেলা ১১টার মধ্যেই নিম্নলিখিত ঠিকানায় প্রয়োজনীয় সব নথি নিয়ে পৌঁছে যেতে পারেন।
ঠিকানাটি হল :
In the office chember of the A.D.M and DL & LRO, Darjeeling।