কঠোর পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। তারই পরিপ্রেক্ষিতে এবার নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। সাফ জানিয়ে দেওয়া হল, আগামী সোমবার এবং মঙ্গলবার অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের। ওই দু’দিন কর্মবিরতিতে অংশগ্রহণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তা-ই নয়, তাঁদের শো-কজও করা হতে পারে। শনিবার একথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের অর্থ দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে সোম ও মঙ্গলবার সরকারি কর্মীরা কাজে যোগ না দিলে তাঁদের কর্মজীবন থেকে এক দিন বাদ পড়বে। ধরানো হবে শো-কজও। তবে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা কাউকে হাসপাতালে ভর্তি করানো হয় বা কারও বাড়িতে কেউ মারা গেলে, সেই পরিস্থিতিতে উপযুক্ত কাগজপত্র দেখালে ছুটি মঞ্জুর হবে। উল্লেখ্য, উক্ত দু’দিন অন্য কোনও কারণে ছুটি নেওয়া যাবে না। নেওয়া যাবে না হাফ ছুটিও, জানিয়েছে নবান্ন।