এবার মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে অ্যাপ নির্ভর ব্যবস্থা আনছে মধ্যশিক্ষা পর্ষদ। অ্যাপটির নামই দেওয়া হয়েছে ‘এলিগজাম’। এলিক্সার কথার অর্থ অমৃতসুধা, আর এগজাম শব্দের অর্থ পরীক্ষা। এই দুই শব্দ যোগ করে অ্যাপটির নাম দেওয়া হয়েছে এলিগজাম। জানা গিয়েছে, এই অ্যাপটিতে ‘জিও ট্যাগিং’ রয়েছে। ফলে ব্যবহারকারী কোন জায়গা থেকে অ্যাপ ব্যবহার করছেন, তা সহজেই জানা যাবে। অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারদের কাছে অ্যাপটি থাকবে। তিনি কখন কোথায় রয়েছেন, পর্ষদের কন্ট্রোল রুমে থাকা ড্যাশবোর্ডে জানা যাবে।
পর্ষদে বসে ছয়টি ড্যাশবোর্ডের মাধ্যমে প্রত্যেকটি জেলার উপর নজরদারি চালানো হবে। এ কাজে ১২ জন নিযুক্ত থাকবেন। সবকিছু সময়মতো হচ্ছে কি না, সে বিষয়ে পর্ষদকে নিয়মিত আপডেট করবে অ্যাপটি। কতজন পুলিশ এলেন, কখন এলেন, প্রশ্ন কখন এল ইত্যাদি; এই অ্যাপের মাধ্যমেই অতিরিক্ত ভেন্যু সুপারভাইজাররা পর্ষদকে জানাবেন। উত্তরপত্র বেরিয়ে যাওয়া পর্যন্ত সব আপডেট পর্ষদকে দিতে হবে। সবকিছুরই জন্যেই সময় নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। দেরি হলেই পর্ষদ সরাসরি ব্যবস্থা নেবে। হোয়াটসঅ্যাপের মতো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে চ্যাট করা যাবে। ভয়েস মেসেজ ও ভিডিও মেসেজ পাঠানো যাবে।
