দীর্ঘ কয়েক মাসের দ্বন্দ্বের অবসান। বড় ধাক্কা খেতে হল উদ্ধব ঠাকরে শিবিরকে। শিব সেনার নাম-প্রতীক দুই-ই পাচ্ছে একনাথ শিণ্ডে শিবির। নির্বাচন কমিশন শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার পর কমিশনকে কাঠগড়ায় তুললেন উদ্ধবপন্থী শিব সেনার রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
প্রিয়াঙ্কা টুইটারে পোস্ট করে লেখেন, ‘যখন নির্বাচন কমিশনই আপস করে ফেলে এবং বোঝাই যায় পরের পদক্ষেপ হতে চলেছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, সেই সময় এই টুকুই আশা মাননীয় সুপ্রিম কোর্ট গণতান্ত্রিক নীতি ও সাংবিধানিক নৈতিকতার পাশে দাঁড়াবে।’ মোদী এবার নিজেকে একনায়ক ঘোষণা করে দিক বলে কটাক্ষ করেছেন উদ্ধব।
এদিকে এনসিপি প্রধান শরদ পওয়ার উদ্ধব ঠাকরের কাছে আরজি জানিয়েছেন কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন প্রতীক বেছে নেওয়ার। তাঁর কথায়, ”এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। একবার সিদ্ধান্ত হয়ে গেলে আর কোনও আলোচনার জায়গা নেই। এটাকে মেনে নিয়ে নতুন প্রতীক বেছে নিন।” তাঁর মতে, প্রতীক শিণ্ডে শিবিরের দখলে চলে যাওয়ার কোনও দূরবর্তী প্রভাব পড়বে না।