এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার বিশেষ ইডি আদালতে পেশ করা হচ্ছে ধৃত কুন্তল ঘোষ। আদালতে তোলার আগে নিজের স্বপক্ষে সুর চড়ালেন তিনি। দুর্নীতি প্রমাণ করতে পারলে আদালতে দাঁড়িয়ে আত্মহত্যা করবেন তিনি, এমনটাই মন্তব্য করলেন।
শুক্রবার সকালে নির্দিষ্ট সময়ে ইডির বিশেষ আদালতে নিয়ে আসা হয় কুন্তল ঘোষকে। সেখানে পৌঁছনো মাত্রই সংবাদমাধ্যমের তরফে দুর্নীতি ইস্যুতে একাধিক প্রশ্ন করা হয়। সেখানে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন কুন্তল। তিনি এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে বলেন, ‘বলা হচ্ছে, আমার নাকি ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। আমার নাকি ১০০ টা গাড়ি রয়েছে। সবটা ভুল। কেউ যদিও এর প্রমাণ দিতে পারেন, তাহলে এখানে দাঁড়িয়ে আমি আত্মহত্যা করব’।
প্রসঙ্গত, আগেই আদালত ইডিকে কুন্তলকে জেলে গিয়ে জেরা করার জন্য অনুমতি দিয়েছিল। ইডি আধিকারিকদের মতে, সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যেগুলি যাচাই করার জন্য কুন্তলকে জেরার প্রয়োজন ছিল। সেই কারণেই গতকাল জেলে গিয়ে তাঁকে জেরা করা হয়। কুন্তলের বাড়ি থেকেই উদ্ধার হওয়া খাতায় কয়েকজনের নাম লেখা রয়েছে, সে সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।