সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে স্পষ্ট বলা হয়েছিল, কারচুপি করে ধনী হয়েছেন আদানিরা। শেয়ার বাজারে তাদের যে অবস্থান, তার অনেকটাই কৃত্রিম। আর তারপর থেকেই ক্রমাগত পড়ছে আদানিদের শেয়ারের দর। বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে ভারতীয় এই শিল্পগোষ্ঠী। এবার ধাক্কা ডিবি পাওয়ার অধিগ্রহণে। জানা গিয়েছে, আদানি পাওয়ার ও ডিবি পাওয়ার ডিল থেকে সরে এসেছে আদানি গ্রুপ। আদানি পাওয়ার-এর তরফে এই তথ্য তবে আসল বিষয়টি জানা যাচ্ছে, ডিবি পাওয়ার অধিগ্রহণের ক্ষেত্রে আদানিদের যে শেষ তারিখ ছিল তা শেষ হয়ে গিয়েছে। এই ডিল পূর্ণ করার শেষ তারিখ ছিল ১৫ জানুয়ারি।
২০২২ সালের অগস্টে আদানি পাওয়ার ডিবি পাওয়ারকে অধিগ্রহণ করার ঘোষণা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত মেয়াদের মধ্যে এই ডিল সারল না আদানি পাওয়ার। উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার এই চুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত অধিগ্রহণ হাতছাড়া করার রাস্তাতেই হাঁটল গ্রুপটি। আদানি পাওয়ার এবং ডিবি পাওয়ার -এর মধ্যে অধিগ্রহণ সংক্রান্ত চুক্তিটির মূল্য ছিল ৭০১৭ কোটি টাকা। প্রাথমিক ভাবে এই চুক্তি শেষ করার সময়সীমা ছিল ২০২৩-এর ৩১ অক্টোবর পর্যন্ত। পরে এটিকে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সেই মেয়াদ ফের একবার বাড়িয়ে করা হয় ৩১ ডিসেম্বর এবং সবশেষে এই মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই অধিগ্রহণ চুক্তি বাতিল হল।