আসাম সরকারে পর্যটন বিভাগের তরফে একটি বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনকে ঘিরে এবার হইচই কাণ্ড। সেখানে দাবি করা হয়েছে আসামের কামরূপেই রয়েছে ভারতের ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ। আগামী ১৮ ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে পূণ্যার্থীরা যাতে কামরূপের ডাকিনী পাহাড়ে আসেন তার আহ্বান জানানো হয়েছে। সেই বিজ্ঞাপনে আসামের মুখ্যমন্ত্রীর ছবিও রয়েছে। এদিকে এই বিজ্ঞাপন সামনে আসতেই মহারাষ্ট্রের বিরোধী রাজনৈতিক দল একেবারে রে রে করে উঠেছে। তাদের দাবি, এতো পুরো আমাদের পর্যটনকেও চুরি করে নিচ্ছে আসাম।
এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এনিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, তবে কি বিজেপি নেতারা ঠিক করে নিয়েছেন, মহারাষ্ট্রের ভাগে আর কিছুই থাকবে না! মহারাষ্ট্রর শিল্প, কর্মসংস্থানকেও ওরা চুরি করেছে। এবার আমাদের সাংস্কৃতিক ও আধ্য়াত্মিক হেরিটেজকেও চুরি করেছে ওরা। কামরূপে ভীমশঙ্কর বলে যেটা বিজ্ঞাপনে দাবি করা হয়েছে সেটা তো মহারাষ্ট্রের পুনেতে রয়েছে। আসামে হল কীভাবে?
সুপ্রিয়া সুলের দাবি, মহারাষ্ট্রের ভীমশঙ্কর জেলায় ষষ্ঠ জ্য়োতির্লিঙ্গ রয়েছে। বহু ভক্ত এখানে আসেন। এদিকে আসামের বিজেপি সরকার বলছে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ রয়েছে আসামে। এটা একেবারে অপপ্রচার। এমনকী বৃহৎ রত্নাকর স্ত্রোত্র তুলে ধরেছেন তিনি। বলছেন, আর কত প্রমাণ দিতে হবে আমাদের?
কংগ্রেস নেতা শচিন সাওয়ান্ত জানিয়েছেন আসাম সরকার শুধু মহারাষ্ট্রের ১২ কোটি মানুষের আবেগে আঘাত দিয়েছেন এমনটাই নয়। সমস্ত ভারতীয়দের আবেগে তারা আঘাত দিয়েছেন। মহারাষ্ট্রের প্রতি বিজেপির দৃষ্টিভঙ্গিটা এবার বোঝা যাচ্ছে।