ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। মোদী সরকার ক্ষমতায় আসার পর ‘ডবল ইঞ্জিন’ এই রাজ্যে ক্রমাগত বেড়েছে নৃশংসতা। বারবার নির্যাতন, ধর্ষণের শিকার হয়েছেন মহিলারা। এবার ফের ঘটল তেমনই ঘটনা। লখিমপুর খেরিতে থানার ভেতরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। অভিযোগ, গ্রামের দু’জন তাঁকে ধর্ষণ করেছিল। সেই অভিযোগ লেখাতে থানাতে যাওয়ার পরে আরও অপমানিত হতে হয় তাঁকে। এমনকী পুলিশ অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা।
প্রসঙ্গত, ৩২ বছর বয়সী ওই মহিলার অভিযোগ, গত বছর ১৭ই জানুয়ারি গ্রামের দু’জন তাঁর উপর নির্যাতন চালায়। থানাতে তিনি ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ কোনও তদন্ত করেনি বলেই দাবি তাঁর। উল্টে তাঁকেই অপমানিত হতে হয়েছে বার বার। গত বছরের শেষে অভিযোগ খারিজ করে দেয় পুলিশ। দাবি করা হয়, ওই মহিলাই ধর্ষণের মিথ্যে অভিযোগ এনে দু’জনকে ফাঁসানোর চেষ্টা করছেন। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, এ বছর আবারও থানায় গেলে ফের অপমান করা হয় তাঁকে। পুলিশ অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছে বলে দাবিও করেন তিনি। সঠিক বিচার পাওয়ার কোনও আশা নেই দেখেই তিনি থানার ভেতরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই মহিলাকে। ঘটনা ঘিরেই ইতিমধ্যেই তুঙ্গে শোরগোল। যোগী-প্রশাসনের নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
