রাহুল গান্ধীর বিমান বারাণসী বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি। স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে বারাণসীতে নামার অনুমতি না পেয়ে বিমানটি দিল্লি চলে যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসী অভিমুখে রাহুল সোমবার সন্ধ্যায় রওনা হয়েছিলেন তাঁর নির্বাচনী কেন্দ্র কেরলের ওয়ানাড থেকে। মঙ্গলবার প্রয়াগরাজে (এলাহাবাদ) কমলা নেহরু মেমোরিয়াল হাসপাতালে এক অনুষ্ঠানে কংগ্রেস নেতার যোগ দেওয়ার কথা ছিল। তার আগে বারাণসীর কংগ্রেস নেতাদের সঙ্গে সোমবার রাতে তাঁর বৈঠক নির্ধারিত ছিল। বারাণসীর কংগ্রেস নেতারা বিমানবন্দরে রাহুলকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন। কিন্তু বিমান নামেনি।
গত সপ্তাহে বিমান অবতরণের অনুমতি না পেয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সমাজবাদী নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বর্তমানে উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ একটি জেলা শহরের ছোট বিমানবন্দরে চার্টার্ড প্লেনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু জেলা প্রশাসন প্রয়োজনীয় অনুমতি দিতে অস্বীকার করে।
বারাণসীর কংগ্রেস নেতা অজয় রাই অভিযোগ করেন, কর্তৃপক্ষ রাহুলের বিমান অবতরণের অনুমতি দেয়নি। যদিও বারাণসী বিমানবন্দরের অধিকর্তা এ সান্যাল বলেছেন, শেষ মুহূর্তে অবতরণের অনুমতি চাওয়া হয়েছিল। তখন অনুমতি দেওয়ার সুযোগ ছিল না। কংগ্রেস নেতার বিমান বারাণসীতে অবতরণের আগাম খবর দেওয়া হয়নি। তাই বিমানটিকে ফিরে যেতে বলা হয়।