দিল্লির মেয়র নির্বাচনের ভোট আগামী শুক্রবারের আগে করা যাবে না। দিল্লির উপ রাজ্যপাল বিকে সাক্সেনা আগামী বৃহস্পতিবার চতুর্থবারের জন্য ভোটগ্রহণের দিন স্থির করেছিলেন। এর আগে তিনবার ভোটদান ভেস্তে যায় বিজেপি ও আম আদমি পার্টির কাউন্সিলরদের গোলমালের জেরে।
কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, মেয়র নির্বাচন সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি তারা শুক্রবার করবে। সেই সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে মেয়র নির্বাচনে মনোনীত সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না। প্রধান বিচারপতি বলেছেন, কারা ভোট দিতে পারবেন তা আইনে বলা আছে। এখানে উপরাজ্যপালের বিশেষ ক্ষমতা প্রয়োগের কোনও সুযোগ নেই।
প্রসঙ্গত, দিল্লি পুর নিগমের মেয়র নির্বাচনের ভোটে উপ রাজ্যপালের মনোনীত সদস্যদের ভোটদানের অধিকার ঘিরেই আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে বিবাদের সূত্রপাত হয়। তার জেরে এক মাসে তিনবার মেয়র নির্বাচনের ভোটের ব্যবস্থা করা সত্ত্বেও তা ভেস্তে যায়।
স্বভাবতই প্রধান বিচারপতির বক্তব্যে জোর ধাক্কা খেল বিজেপি। আপের অভিযোগ, মনোনীত সদস্যদের ভোটদানের সুযোগ করে দিয়ে উপরাজ্যপাল আসলে বিজেপিকে মেয়র পদ দখলের সুযোগ করে দিতে চান।