আদানি ইস্যুতে রাহুল গান্ধী যেসব প্রশ্ন তুলেছিলেন সংসদে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসবের নির্দিষ্ট কোনও জবাব দেননি। ৭৫ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী শুধু বোঝানোর চেষ্টা করেছিলেন, তাঁকে শুধু গালিগালাজ করা হচ্ছে। কিন্তু তাঁর গায়ে এসব লাগছে না, কারণ দেশের কোটি কোটি মানুষ তাঁকে সুরক্ষিত রেখেছে। এদিন এ নিয়েই মোদীকে তীব্র কটাক্ষে করলেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
মঙ্গলবার স্ট্যালিন বলেছেন, ‘রাহুল গান্ধী সংসদে চোখাচোখা প্রশ্ন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সেসবের উত্তর দেননি। মোদীর কাছ থেকে শেখা গেল, কীভাবে জবাব না দিয়ে সময় কাটিয়ে অনর্গল আজগুবি কথা বলা যায়।’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী সওয়া এক ঘণ্টা বক্তৃতা করেছেন লোকসভায়। রাজ্যসভায়ও প্রায় ওইরকম। কিন্তু কোথাও তিনি আদানি ও বিবিসির তথ্যচিত্র নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেননি।.লোকসভা ও রাজ্যসভার কার্যবিবরণী থেকে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের অনেক কথা বাদ দেওয়া হয়েছে এই কারণেই যে, প্রধানমন্ত্রীর মুখ থেকে সে সব থেকে কোনও কথা বেরোয়নি।
স্ট্যালিন এও বলেন, এই প্রথম প্রধানমন্ত্রী এও স্বীকার করে নিয়েছেন যে উনি প্রতিহিংসার রাজনীতি করেন। কারণ, প্রধানমন্ত্রীর কথায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নাকি বিরাট বিরোধী ঐক্য তৈরি করে দিয়েছে। তার মানে প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে উনি রাজনৈতিক উদ্দেশে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিচ্ছেন বিরোধীদের দিকে।