মঙ্গলবার আচমকাই আগুন লেগে গেল কামারহাটির প্রবর্তক জুটমিলে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও। দমকলের তিনটি ইঞ্জিনও আগুন নেভানোর কাজে নামে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গুদামে রাখা পাটের গাঁটরিতে আগুন লেগে গিয়েছে। যা ধিকিধিকি জ্বলছে। আগুন দেখেই জুটমিলের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তার মধ্যেই চলে আসে দমকল। আগুন নেভানোর কাজে নামে দমকলের তিনটি ইঞ্জিন। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।