আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ, সোমবার সকালে বুকে ব্যথা নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার বিকেল থেকে বাবুলের বুকে ব্যথা শুরু হয়। বুকে ব্যাথার পাশাপাশি, প্রচন্ড ঘামও হচ্ছিল রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর। এর পরই সোমবার সকালে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর করোনারি অ্যাঞ্জিওগ্রাফির পরে তাঁর হৃদ্যন্ত্রে রক্তসঞ্চালক ধমনীর সামান্য সমস্যা রয়েছে বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে।
প্রসঙ্গত, বাবুলের ইকোকার্ডিওগ্রাফিতে কিছু ধরা না পড়লেও তাঁর ইসিজির রিপোর্টে সামান্য অসঙ্গতি লক্ষ করা গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে এখনই কোনও উদ্বেগের কারণ নেই। অ্যাঞ্জিওপ্লাস্টি করারও প্রয়োজন পড়েনি। সঠিক ওষুধ দিয়ে তাঁর চিকিৎসা চলছে। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও হাসাপাতালের তরফে জানানো হয়েছে। মন্ত্রী আপাতত হাসপাতালের ২১৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। বাবুলের চিকিৎসা চলছে চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে।