এবার নিজের রাজ্যে জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রকের অধিনস্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটি গোটা দেশে জাতীয় সড়ক নির্মাণের কাজ করে থাকে। যাতে সহযোগিতা করে স্থানীয় রাজ্য সরকার। সেই ন্যাশনাল হাইওয়ে অথরিটির দিকেই আঙুল তুলেছেন স্ট্যালিন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে চিঠি দিয়ে বলেছেন, চেন্নাই থেকে রানিপেট ন্যাশনাল হাইওয়ে সংযোগকারী রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তিনি সড়কপথের বদলে ট্রেনে সফর করতে বাধ্য হয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে স্ট্যালিন জানিয়েছেন, নির্দিষ্ট রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। যা চেন্নাইয়ের সঙ্গে রাজ্যের একাধিক শিল্পাঞ্চল কাঞ্চিপুরম, ভেলোর, রানিপেট, হোসুর এবং কৃষ্ণাগিরিকে সংযোগ করে থাকে। “রাস্তাটির অবস্থা এত খারাপ যে ট্রেনে সফর করতে বাধ্য হয়েছি আমি।” জাতীয় সড়ক ও সংযোগকারী সড়ক নির্মাণে কেন্দ্র-রাজ্য সহযোগিতার প্রসঙ্গেও উষ্মা প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। স্ট্যালিনের দাবি, ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে সব রকমভাবে সাহায্য করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও কাজ এগোচ্ছে না।