নতুন নজির গড়লেন ইংরেজ স্ট্রাইকার হ্যারি কেন। রবিবার টটেনহ্যাম হটস্পার্সের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড তৈরি করলেন তিনি। এদিন ম্যান সিটির বিরুদ্ধে ক্লাবের হয়ে ২৬৭তম গোল করেন কেন। যে রেকর্ড ১৯৭০ সাল থেকে ছিল জিমি গ্রিভসের দখলে। কেনের গোলেই ম্যান সিটিকে হারাল তাঁর দল। রবিবার ম্যাচের ১৫ মিনিটে কেন গোল করে দলকে এগিয়ে দেন। ঘরের মাঠে প্রিয় তারকার এই নজির গড়া দেেখ উৎসবে মেতে ওঠে টটেনহ্যাম সমর্থকেরাও। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হ্যারির ২৬৭তম গোলটি এল ৪১৬ নম্বর ম্যাচে। সেখানে গ্রিভস রেকর্ড করেছিলেন ৩৭৯ ম্যাচ খেলে। তিনি ১৯৬১ থেকে ১৯৭০ সালসের মধ্যে এই নজির গড়েন।
পাশাপাশি হ্যারি প্রিমিয়ার লিগেও ২০০তম গোল করলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি অ্যালেন শিয়ারার (২৬০) ও ওয়েন রুনির (২০৮) পরে তৃতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। ৮৭ মিনিটে আবার জ্যাক গ্রিিলশকে ফাউল করে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন টটেনহ্যামের ক্রিশ্চিয়ান রোমেরো। তাতেও সুবিধা করতে পারেনি ম্যান সিটি। ম্যাচ হেরে বিপাকে গুয়ার্দিওলার দলও। ম্যান সিটি (২১ ম্যাচে ৪৫ পয়েন্ট) এই ম্যাচ জিতে ইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা আর্সেনালের (২০ ম্যাচে ৫০ পয়েন্ট) সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে মরিয়া ছিল। কিন্তু তা আর হল না।