ফের বিতর্কের কেন্দ্রে গেরুয়াশিবির। এবার ‘ডবল ইঞ্জিন’ রাজ্য মধ্যপ্রদেশে পথ আটকে জনৈক পুলিশকর্মীকে হেনস্থার অভিযোগ উঠল এক বিজেপি-বিধায়কের সমর্থকদের বিরুদ্ধে। তাঁরা ওই পুলিশকর্মীকে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। মারধরের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। নিগৃহীত পুলিশকর্মীর অভিযোগ, ওই বিধায়কের সমর্থকেরা মত্ত ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েননি। পুলিশকর্মী রমেন্দ্র সিংহ ভাদুরিয়া জানিয়েছেন, শুক্রবার রাত ৮টা নাগাদ গাড়ি চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। তখন একদল লোক একটি গাড়িতে চেপে এসে তাঁর পথ আটকান। এরপর তাঁকে ঘিরে ঠাট্টা-তামাশা করতে থাকেন।
উক্ত এফআইআরে বলা হয়েছে, বিধায়কের লোকজন বলেন, ‘‘ঠুল্লে (অবমাননাকর শব্দ), কোথায় যাচ্ছো?’’ সাধারণ হিন্দিতে পুলিশকে অপমান করে এই ‘ঠুল্লে’ শব্দটি বলা হয়। রমেন্দ্র জানিয়েছেন, বিজেপি বিধায়ক মনোজ চৌধুরীর সমর্থকেরা এর পর গাড়ি থেকে নেমে আসেন। তাঁর উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্তেরা ওই পুলিশকর্মীর উর্দির কলার চেপে রয়েছেন। রমেন্দ্র সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িটি পিছন দিক থেকে তাড়া করে এসেছিল। বিধায়কের সমর্থকেরা তাঁকে ঘুষি এবং চড়ও মারেন। ছিঁড়ে দেন তাঁর উর্দিও। তৎক্ষণাৎ থানায় খবর দেন তিনি। থানা থেকে পুলিশকর্মীরা এসে উদ্ধার করেন মনোজকে। যদিও কাউকে গ্রেফতার করা হয়নি। যা ঘিরে ইতিমধ্যেই চরমে বিতর্ক।