এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। সিইউ-এর পর এবার আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডি.লিট পাচ্ছেন তিনি। আগামী সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলার মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হবে।
ওই দিনের অনুষ্ঠান মঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোসও উপস্থিত থাকবেন। তিনি সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। কিন্তু সেন্ট জেভিয়ার্সের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে পরিদর্শক বা ভিজিটর।
নিয়ম অনুযায়ী আচার্যই বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রদান করে থাকেন। তবে মঞ্চে যেহেতু পরিদর্শক তথা সাংবিধানিক প্রধান রাজ্যপাল স্বয়ং উপস্থিত থাকবেন তখন ডি.লিট প্রদান কে করবেন তা নিয়ে কৌতুহল আছে। সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ এই বিষয়টি স্পষ্ট করেনি।