একুশের ভোটের পর থেকে বিজেপির গোষ্ঠীকোন্দল লেগেই রয়েছে। এখন পঞ্চায়েত ভোটের আগেও বারংবার প্রকাশ্যে চলে আসছে তা। এবার যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে বেআব্রু বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই চলল মারপিট। সব মিলিয়ে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে শনিবার বসেছিল বিজেপির রাজ্য সভাপতির কার্যকারিনী বৈঠক। তাতে সুকান্তের পাশাপাশি হাজির ছিলেন বাংলার সহ-পর্যবেক্ষক অমিত মালব্যও। কার্যত তাঁদের সামনেই মারামারিতে জড়িয়ে পড়ে বিজেপিরই দুই গোষ্ঠী। দেদারে চলে কিল, চড়, ঘুষি।
অভিযোগ, বৈঠক উপলক্ষে পতাকা লাগাচ্ছিলেন বিজেপির এক গোষ্ঠীর লোকজন। অন্য গোষ্ঠীর লোকেরা এসে তাঁদের বাধা দেন। তার পরেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি বেঁধে যায়। এ নিয়ে সুকান্তকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি তার কোনও জবাব দেননি। তবে গোষ্ঠীকোন্দলের জেরে মারামারির কথা অস্বীকারও করেননি। অন্যদিকে, রাজনীতির কোনও ব্যাপার নেই, টিফিন নিয়ে গোলমাল বলে সাফাই গেয়েছেন জেলা সহ-সভাপতিও।