বেশ কিছুদিন ধরেই রাতের বেলা বাড়ির দরজায় দরজায় ঘুরছিলেন এক নগ্ন মহিলা৷ প্রতিটি বাড়ির সদর দরজায় গিয়ে কলিং বেল বাজাচ্ছিলেন তিনি৷ যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল উত্তর প্রদেশের রামপুরে৷ মাঝরাতে বাড়ি বাড়ি গিয়ে মহিলার বেল বাজানোর ছবি সিসিটিভি-তে ধরাও পড়ে৷
শেষ পর্যন্ত এই রহস্যের কিনারা করল পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন৷ তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মালিক শহরে এক নগ্ন মহিলার ঘুরে বেড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রহস্য ছড়িয়েছিল৷ ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে এবং পাঁচ বছর ধরে বরেলি জেলায় তাঁর চিকিৎসাও চলছে৷’ পুলিশের পক্ষ থেকে ওই মহিলার পরিবারকে তাঁর ওপরে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷