রকেটের মতো উত্থান হয়েছিল। কিন্তু এখন শেয়ার বাজারে আদানি গ্রুপের যে ধস নেমেছে, তাতে কোনওভাবে লাগাম পড়ছে না। হুড়মুড়িয়ে পড়ছে শেয়ারের দাম। বৃহস্পতিবার তো আদানি গ্রুপের যে সাতটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত আছে, সেগুলির মধ্যে পাঁচটি সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেয়ার বাজারে নথিভুক্ত আদানি গ্রুপের সাতটি সংস্থার মূলধন ১০০ কোটি বিলিয়ন ডলার কমে গিয়েছে। সেটাও হয়েছে মাত্র ছয়দিনে। আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেড এবং অম্বুজা সিমেন্টের উপর বাড়তি নজরদারি চালু করছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনসিই)। যা আজ (৩ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ ওই তিনটি সংস্থার শেয়ারের উপর আরও কড়া নিয়ম জারি করছে এনএসই।
এফপিও প্রত্যাহারের পর বিএসইতে (বম্বে স্টক এক্সচেঞ্জ) ধসে গিয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ার। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম নেমে যায় ১,৫৬৪,৭ টাকায়। পতন হয় ২৬.৫ শতাংশ। একটা সময় ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরেও নেমে গিয়েছিল (১,৫১৩.৯ টাকা)। যে সংস্থার গত এক বছরের সর্বোচ্চ স্তর হল ৪,১৮৯.৫৫ টাকা (২০২২ সালের ২১ ফেব্রুয়ারি)।