বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে হওয়া শেষ বাজেটকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, এই বাজেটে আশার কোনও আলো নেই। পুরোপুরি অমাবস্যার অন্ধকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘বাজেটে একশ্রেণির মানুষই সুবিধা পেয়েছে। গরিব-মধ্যবিত্তদের জন্য কোনও লাভ নেই। বঞ্চিত হয়েছে দরিদ্ররা। মুদ্রাস্ফীতি আকাশে কর ছাড় দিয়ে কী হবে।” তিনি প্রশ্ন তোলেন, সেল্ফ হেলফ গ্রুপ, আইসিডিএস-এর জন্য কী করেছে কেন্দ্র?
মমতা বীরভূমের সভা মঞ্চ থেকে বলেন, ‘কেন্দ্র সরকার নাকি একটা বাজেট করেছে, বলছে নাকি দারুণ হয়েছে৷ বেকারদের জন্য কোনও ঘোষণা নেই, সমস্ত বেসরকারিকরণ হচ্ছে, ১০০ দিনের কাজের টাকা বাড়েনি, আমাদের টাকা তোমরা আটকে রাখো কী করে? সংবিধানে আছে বাজেট পৌঁছে দিতে হবে৷ গ্যাস বেলুনের মতো গাসের দাম, কমেছে কোথায়?’
এ বার একাধিক প্রকল্পের বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বাজেটে ১০০ দিনের বরাদ্দ কমেছে৷’ কেন্দ্রীয় সরকার সেল্ফ হেল্প গ্রুপ নিয়েও একাধিক ঘোষণা করেছে৷ মমতা বলেছেন, ‘ওরা বলেছেন ৮১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ করবে৷ কিন্তু সেল্ফ হেল্প গ্রুপ তো কেন্দ্র করে না, রাজ্য করে৷ আমাদের সরকারের আগে রাজ্যে ১ লক্ষ সেল্ফ হেল্প গ্রুপ ছিল, এখন সেই সংখ্যাটি বেড়ে ১১ লক্ষ হয়েছে৷ ওরা এই হিসাব জুড়েই নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করেছে৷ ওরা সেল্ফ হেল্প গ্রুপকে ক্রেডিট করতে দিতে চায় না, আইসিডিএসের জন্য কী করেছে ওরা?’