তাহলে কি শহর থেকে পাকাপাকিভাবেই ছুটি নিল শীত? ফেব্রুয়ারি মাসের শুরুতেই বিলকুল উধাও ঠাণ্ডার শিরশিরানি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্র অনুযায়ী, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় নেই বৃষ্টির কোনও সম্ভাবনা।
পাশাপাশি, আবহবিদেরা জানিয়েছেন যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রা বেড়ে চলেছে রাজ্যে। কমেছে উত্তুরে হাওয়ার দাপটও। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার পশ্চিম দিকে উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে এই পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালেও শীতের আমেজ না মেলার নেপথ্যে রয়েছে এই ঝঞ্ঝাই। তবে, বেশি দিন এই তাপমাত্রা স্থায়ী হবে না। ঝঞ্ঝা কেটে গেলে আবার তাপমাত্রার কমার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর হাওয়া অফিসের অনুমান। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে শুরু করবে ধীরে ধীরে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
