মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার বিপর্যয়ের কবলে পড়েছে দেশের অর্থনীতি। মূল্যবৃদ্ধির কোপে জর্জরিত হয়েছে সাধারণ মানুষ। এবার ফের সে নিয়ে সূত্রপাত ঘটল বিতর্কের। একদিকে যেমন রাষ্ট্রপতি বলেছেন অর্থনীতি এবং দেশ সুস্থিত। অথচ মঙ্গলবার লোকসভায় যে আর্থিক সমীক্ষা রিপোর্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করছেন, তাতে বলা হয়েছে মূল্যবৃদ্ধি আরও দীর্ঘায়িত হতে পারে, উৎপাদন বৃদ্ধির হার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার সংসদে পেশ করা হবে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতে রীতি অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন। উল্লেখ্য, এই সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস অনুযায়ী আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। অর্থাৎ, গত তিনটি অর্থবর্ষের মধ্যে বৃদ্ধির হার সর্বনিম্নে নেমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।