তাঁর নিরাপত্তায় খামতি নিয়ে অভিযোগের জবাবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ পাল্টা রাহুল গান্ধীকেই কাঠগড়ায় তুলেছে। এবার স্বয়ং রাহুল মুখ খুললেন। শনিবার বছরের শেষ দিনে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা পাল্টা প্রশ্ন তোলেন, ‘আমি কি বুলেট প্রুফ গাড়িতে চড়ে ভারত জোড়ো যাত্রা করব?’
কংগ্রেস নেতা গুরুতর প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিধি নিয়ে সরকারি এজেন্সিগুলির অবস্থান সম্পর্কে। তাঁর বক্তব্য, নিরাপত্তা বিধি সকলের ক্ষেত্রে অভিন্ন হওয়া উচিত। কারও কোনও আচরণকে বিধিভঙ্গ বলা হচ্ছে আবার সেই একই আচরণ আর এক জনের ক্ষেত্রে বিধি লঙ্ঘন বলে ধরা হচ্ছে না।
নাম না করলেও বুঝতে অসুবিধা হয়নি যে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলতে চেয়েছেন। রাহুলের বিরুদ্ধে নিরাপত্তা বিধি ভাঙার অভিযোগ তোলার পর কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও পাল্টা প্রচারে নেমেছে। সদ্য অনুষ্ঠিত গুজরাত বিধানসভার ভোটে মোদীর একের পর রোড শো এবং জনতার কাছে চলে যাওয়া নিয়ে অনেকেই নিরাপত্তা বিধিভঙ্গর প্রশ্ন তুলে সরব হয়েছেন। এমনকী গুজরাতে ভোট দেওয়ার পর বুথ থেক বেরিয়ে বেশ কিছুটা পথ প্রধানমন্ত্রী হাত নাড়তে নাড়তে হেঁটে যান। যা নিয়ে প্রচারে বিধিভঙ্গের অভিযোগ তোলে বিরোধীরা। ওঠে নিরাপত্তার প্রশ্নটিও।