‘জয় শ্রীরাম’ বলতে রাজি না হওয়ায় বছর দশেকের এক মুসলিম ছেলেকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, ওই যুবকের নাম অজয়, ওরফে রাজু ভিল (২২)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খান্ডোয়ায়। পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিযোগ, পঞ্চম শ্রেণির পড়ুয়া ওই কিশোর বৃহস্পতিবার টিউশনি পড়তে যাচ্ছিল। এমন সময় তার পথ আটকায় সেই যুবক। এরপর তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। প্রথমে সে বলতে রাজি না হওয়ায় গালে কষিয়ে চড় মারে। ভয়ের চোটে অবশেষে ‘জয় শ্রীরাম’ বলে ওই নাবালক। তারপর তাকে ছেড়ে দেয়।
পরে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা পরিবারের সবাইকে খুলে বলে ওই কিশোর। এরপরই ওই যুবকের বিরুদ্ধে থানায় যায় নাবালকের পরিবার। অভিযোগ শোনার পর পুলিশ রাজু ভিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫-এ (ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কাজ, যে কোনও শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশে) এবং ৩২৩ (স্বেচ্ছায় আঘাত) ধারায় মামলা দায়ের করেছে।